শিবগঞ্জের রানীহাটিতে আওয়ামী লীগ নেতাকে অপহরণ পরে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারে আহসান হাবীব নামের স্থানীয় আওয়ামীলীগ নেতাকে অপহরণ করার পর পুলিশের অভিযানে ২ ঘন্টার মধ্যে তিনি উদ্ধার হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
সূত্র জানায়, রানীহাটি বাজার আম বাজারের খাজনা আদায়কে কেন্দ্র করে একদল ‘সন্ত্রাসী’ রানীহাটি বাজারে ঢুকে আহসান হাবিবকে অপহরণ করে। এসময় তারা প্রায় ২০টি ককেটেলের বিষ্ফোরণ ঘটায়। ওই সূত্র জানায়, শনিবার আওয়ামীলীগ নেতা আহসান হাবীবের ভাই মমিন আম বাজারের খাজনা আদায় করা কালে কিছু বহিরাগত লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে এই অপহরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ প্রায় ২ ঘন্টা পর অপহৃত আহসানকে উদ্ধার করে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম রসুল আহসান হাবিবকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৫-০৬-১৬
সূত্র জানায়, রানীহাটি বাজার আম বাজারের খাজনা আদায়কে কেন্দ্র করে একদল ‘সন্ত্রাসী’ রানীহাটি বাজারে ঢুকে আহসান হাবিবকে অপহরণ করে। এসময় তারা প্রায় ২০টি ককেটেলের বিষ্ফোরণ ঘটায়। ওই সূত্র জানায়, শনিবার আওয়ামীলীগ নেতা আহসান হাবীবের ভাই মমিন আম বাজারের খাজনা আদায় করা কালে কিছু বহিরাগত লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে এই অপহরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ প্রায় ২ ঘন্টা পর অপহৃত আহসানকে উদ্ধার করে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম রসুল আহসান হাবিবকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৫-০৬-১৬