প্রথম আলো বন্ধুসভার ঈদ শুভেচ্ছা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ১১০ জন দরিদ্র মানুষ ও প্রতিবন্ধী শিশুর মাঝে ঈদ শুভেচ্ছা স্বরূপ সেমাই, চিনি, গুঁড়োদুধ, বুন্দিয়া বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ। বন্ধুসভার বন্ধুদের চাঁদার টাকায় এ ঈদ শুভেচ্ছা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের সাধারণ পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি খাইরুল আলম, সাবেক সভাপতি সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক দবন কুমার, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবীব, পরিবেশ সম্পাদক গৌরী চন্দ সিতু, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রিড়া সম্পাদক শহিদুল হক, অর্থ সম্পাদক প্রশেনজিত কুমার, সদস্য জহিরুল ইসলাম, নয়ন আহমেদ, উপদেষ্টা আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু প্রমূখ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৬-১৬