চোরাকারবারী চক্রের হাত থেকে দু’ ভারতীয় নাগরিক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে চোরাকারবারী চক্রের হাতে আটকে পরা দু’ ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া দু’ ভারতীয় হচ্ছে, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার জয়রামপুর গ্রামের রাকিব সেখের ছেলে মইদুল সেখ ও আহসনা সেখের ছেলে শাহজালাল সেখ।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান জানান, বাখের আলী সীমান্ত এলাকার রিপন হোসনসহ তার সহযোগীরা শাহজালাল ও মইদুলকে অপহরণ করে রেখেছে বলে বিজিবি’র কাছে খবর আসে। ২৮ জুন তারিখে ভারতের ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্প থেকেও বিষয় পত্রযোগে জানানো হয়। বিষয়টি নিয়ে বিজিবি সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করলে অপহরণকারীরা তাদেরকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর দু’ ভারতীয় নাগরিক বুধবার দুপুরে ৯ ব্যাটালিয়নে এসে আশ্রয় প্রার্থণা করে।
বিজিবি জানায়, দু’ ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপহরণকারী রিপনকে আটকের চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৬-১৬