মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ফাহিমকে দ্বারিয়াপুর গোরস্থানে দাফন

মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীর উপর চাপাতি হামলার পর আটক পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত  ফাইজুল্লাহর ফাহিমের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হয়েছে। রোববার ভোর ৫টার দিকে পৌর এলাকার দ্বারিয়াপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়রা জানিয়েছে, দাফন অনুষ্ঠানে তার আত্মীয়-স্বজন ছাড়া এলাকার অন্যরা তেমন কেউ অংশ নেয়নি।
‘বন্ধুকযুদ্ধে’ নিহত ফাহিমের লাশ রাত পৌনে ৪ টার দিকে লাশ আনা হয় তার গ্রামের বাড়ি দ্বারিয়াপুরে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার দ্বারিয়াপুর মহল্লার গোলাম ফারুক প্রায় ২২ বছর থেকে ঢাকায় বসবাস করে আসছেন। তার ছেলে ফাইজুল্লাহ ফাহিমের জন্ম ঢাকায়। বেড়ে উঠাও ঢাকাতেই। মাঝে মধ্যে তারা চাঁপাইনবাবগঞ্জে আসতেন।
দ্বারিয়াপুরের গোলাম ফারুকের প্রতিবেশি তারেক রহমান বলেন, ‘পরিবারের সঙ্গে ফাহিম কয়েকবার তার দেশের বাড়ি আসলেও সাধারণ মানুষের সঙ্গে তেমন সর্ম্পক ছিলনা। নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়তেন। শান্ত প্রকৃতির ছিল ছেলেটি। কিন্তু কিভাবে যে ছেলেটি সংগদোষে নষ্ট হয়ে গেল তাতেই আমরা আশ্চার্য’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৬-১৬