শিবগঞ্জে রানিহাটিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি পাঠাগারের সহ-সভাপতি আহসান হাবিবের উপর চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রোববার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে রানীহাটি বাজারের সামনে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের দু’ধারে রানীহাটি পাঠাগারের উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শ মানুষ অংশ নেন। মাববন্ধন চলাকালে এক পর্যায়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, প্রকৌশলী মাহাতাব উদ্দীন, কলেজ শিক্ষক জাহিদুল ইসলাম, হামলার শিকার আহসান হাবিবের ভাই আব্দুল মবিন।
বক্তারা, প্রকাশ্য সন্ত্রাসী হামলায় আহত আহসান হাসপাতালে যন্ত্রণায় ছঁপট করলেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরেবেড়াচ্ছে। তারা আসামী ধরতে পুলিশের ভুমিকার কঠোর সমালোচনা করেন।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি রানিহাটি বাজারে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বোমা ফাটিয়ে আহসান হাবিবকে অপহরণ করে এবং পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। অপহরণের দু’ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৬-১৬

,