বারঘরিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সংবর্ধণা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার ইউনিয়নের লাহারপুরে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত মহারাজপুর ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলি ও বারঘরিয়ার ১ নম্বর ওয়ার্ডের  সদস্য আব্দুলাহকে সংবর্ধণা দেয়া হয়েছে। লাহারপুর গ্রামবাসীর আয়োজনে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। স্থানীয় মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের অব. সহকারী প্রধান শিক্ষক শ্রী জতিন দাসের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়ালিউল্লাহ, এজাবুল হক বুলি, আব্দুলাহ, সামশুল করিম, মাসুদুর রহমান মাসুদ, হেমন্ত কুমার দাস, সাদিকুল ইসলাম, আব্দুল মান্নান (টুনু)।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুল ওদুদ বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলোর সেতু নির্মাণ, রেল উন্নয়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, পানি নিস্কাসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে স্থানীয় সকল মসজিদ ও মন্দির উন্নয়ন, স্থানীয় সমিতি ঘর সংস্কার, রাস্তা ও ড্রেনেজ সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৫-১৬