শিবগঞ্জে দেড় কোটি টাকা ব্যয়ে ৭টি রাস্তার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিভিন্ন এলাকার তিন কিলোমিটার দেড় কোটি টাকা ব্যয়ে ৭টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে কানসাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় এলজিডি প্রকল্পের অধীনাস্থ ৭টি রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রাস্তাগুলো হলো- কানসাট হাট হতে বাগদূর্গাপুর কলকলিয়া ঈদগাহ্ ভায়া চান্দিগড় রাস্তা, করিম বাজার কেজিপিএস হতে পঁচা বাজার ভায়া চকহরিপুর স্কুল রাস্তা, বহলাবাড়ি তৌফিক মাষ্টারের বাড়ি হতে কালিতলা সড়ক, বহলাবাড়ির সলেমান হাজির বাড়ি হতে বাগদূর্গাপুর হঠাৎপাড়া সড়ক, বহলাবাড়ি গ্রামের লাল হাজি মসজিদ হতে মন্টুর বাড়ি পর্যন্ত, নামো বিশ্বনাথপুর আসগার হাজির ঘাট সেফজমিন বাগান হতে কেজিপিএস আলমগীরের লেদ, বিশ্বনাথপুর পূর্ব আইয়ুব আলী কামড়া বাড়ি হতে কলোনী বাঁশতলা পাঁকা রাস্তার মোড় পর্যন্ত সড়ক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৬-০৫-১৬

,