ভোলাহাটে এক যুবকের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একব্যক্তিকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে জনি নামের এক যুবককে পুলিশের আটক করার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঘটনাটিকে মিথ্যা ও সাজানো উল্লেখ করে তারা জনির মুক্তি দাবি করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলাহাটের ঝাউবোনা গ্রামের এবাদত আলীর ছেলে রবিউল আওয়াল (৩০) কে গত ২২এপ্রিল রাতে চরধরমপুর গ্রামের মুন্সিপাড়া এলাকায় কে-বা কারা গলা কেটে হত্যার চেষ্টা করে। এতে মারাত্মকভাবে আহত হয় রবিউল। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিওে রবিউল পুলিশকে তার স্বীকারোক্তি জবানবন্দিতে জানায়, একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জনি (২৬) ও অপর একজন যুবক এ ঘটনা ঘটিয়েছে। প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৭টার দিকে জনিকে গ্রেফতার করে।
জনিকে গ্রেফতারের খবর পেয়ে দ্রুত এলাকার প্রচুর নারী পুরুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। তার ঘটনাটিকে সাজানো উল্লেখ করে জনির মুক্তি দাবি করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সবুর খাঁন জানান, এ ঘটনায় রবিউল আওয়াল নিজে বাদি হয়ে ২জনকে আসামী করে ৩ মে থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-০১। মামলা দায়েরের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৪-০৫-১৬
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলাহাটের ঝাউবোনা গ্রামের এবাদত আলীর ছেলে রবিউল আওয়াল (৩০) কে গত ২২এপ্রিল রাতে চরধরমপুর গ্রামের মুন্সিপাড়া এলাকায় কে-বা কারা গলা কেটে হত্যার চেষ্টা করে। এতে মারাত্মকভাবে আহত হয় রবিউল। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিওে রবিউল পুলিশকে তার স্বীকারোক্তি জবানবন্দিতে জানায়, একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জনি (২৬) ও অপর একজন যুবক এ ঘটনা ঘটিয়েছে। প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৭টার দিকে জনিকে গ্রেফতার করে।
জনিকে গ্রেফতারের খবর পেয়ে দ্রুত এলাকার প্রচুর নারী পুরুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। তার ঘটনাটিকে সাজানো উল্লেখ করে জনির মুক্তি দাবি করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সবুর খাঁন জানান, এ ঘটনায় রবিউল আওয়াল নিজে বাদি হয়ে ২জনকে আসামী করে ৩ মে থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-০১। মামলা দায়েরের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৪-০৫-১৬