গোবরাতলায় কৃষি জমিতে বিজিবি ক্যাম্প না স্থাপন করার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা গোবরাতলা ইউনিয়নে ৪ ফসলী জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন না করার দাবিতে রোববার মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষকরা। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
গোবরাতলা কৃষি ভূমি রক্ষা কমিটির ব্যানারে বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গোবরাতলাসহ বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াহিদ আলী মোসলেহ, ডা. আব্দুল বারি, জসিম উদ্দীন, জুয়েল ইসলাম, আব্দুস সালাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজার আমসহ ৪ ফসলী উৎপাদনশীল ৭৫ বিঘা জমি অধিগ্রহণ কওে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। অথচ এই জমিতে প্রতি বছর প্রায় ৩ হাজার মন ধান, ৮০০ মন রবি শষ্য ও আড়াই হাজার মন আম উৎপাদন হয়। তারা বলেন, ক্যাম্প স্থাপন হলে বন্ধ হয়ে যাবে এলাকার হরিরামপুর সেচ প্রকল্প। যার উপর নির্ভরশীল আরও ১ হাজার বিঘা জমির সেচ কার্যক্রম। ফলে ক্ষতিগ্রস্থ হবে কৃষকরা। কৃষকদের জীবিকার উৎস হারানোর পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনও কমে আসবে বলে দাবি করেন বক্তারা। বক্তারা অকৃষি বা তুলনামূলক কম উৎপাদনশীল জমিতে বিজিবি ক্যাম্প স্থাপনের দাবি জানান।
প্রায় ঘন্টাব্যাপি আয়োজিত মানববন্ধনে শতাধিক এলাকাবাসী ও কৃষক অংশ নেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৫-১৬