শিবগঞ্জ সীমান্তে ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৪শ’ ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তেলকুপি বিওপির ২টি টহল দল হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে ফেনসিডিল চোরাচালানের খবর জানতে পেরে পৃথক অভিযানে সীমান্ত এলাকায় ফাঁদ পেতে চোরাকারবারীদের ধাওয়া করে যথাক্রমে ৩শ’ ৯০ বোতল এবং ৫৫ বোতল সহ মোট ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তিনি জানান, একটি টহল দল সীমান্ত পিলার ১৮০/৮-এস এর নিকট হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বাপাড়া এলাকায় ফেনসিডিল চোরাকারবারীদের ধাওয়া করে ৩শ’ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া শনিবার ভোররাত চারটায় সীমান্ত পিলার ১৮০/২-এস নিকট হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ এলাকায় আরও একটি অভিযান চালিয়ে চোরকারবারীদের ধাওয়া করে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ৪শ’ ৪৫ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৮ হাজার টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে জমা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৫-১৬

,