চরপাকায় ৬ বাড়িতে আগুন > ১২ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাঁকায় রবিবার বিকেলে ৬ টি বাড়িতে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকার একটি উপচরে রবিবার বিকেল ৪টার দিকে হটাৎকরে আগুনকান্ডের সূত্রপাত হয়। বেশী ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো হাবিবুর রহমানের পরিবার, খবিরউদ্দিন ও ঘাগুর পরিবার। এছাড়া পাশ্ববর্তী আরও ৩টি বাড়িতে আগুন লেগে সামান্য ক্ষতি হয়েছে।এদের মধ্যে মৃত রুস্তুম আলীর ছেলে হাবিবুর রহমানের বাড়ির সবকিছু পুড়ে ভষ্মিভ’ত হওয়ায় তিনি তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বলে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাস্থল সীমান্তবর্তী চর এলাকায় হওয়ায় এবং কোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিবগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি।

তবে এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক মড়ল জানান, গ্রামের লোকজন সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৫-১৬

,