নাচোলে কম পানিতে ফসল আবাদ ও বীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মান সম্মত ধান ও গম বীজ উৎপাদন এর কম পানি গ্রহণকারী ফসল চাষাবাদের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বহস্প্রতিবার বেলা ১১টায় নাচোল বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। পরে প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমডিএ’র চেয়ারম্যান ড.মোহাম্মাদ আকরাম হোসেন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সত্যেন কুমার, বিএমডিএ আমনুরা জোনের সহকারী ব্যবস্থাপক সেলিম কবীর। কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন নাচোল বিএমডিএর সহকারী প্রকৌশলী শাহ মো:মনজুরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ২৫ কৃষক ও গভীর নলকুপের অপারেট উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব  প্রতিবেদক, নাচোল/ ১৯-০৫-১৬

,