তৃতীয় দিনের মত ৫ দফা দাবিতে মেডিক্যাল এ্যাসিস্টেন্ট টের্নিং কোর্সের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

মেডিক্যাল এ্যাসিস্টেন্ট টের্নিং কোর্সের শিক্ষার্থী ও পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসকদের ৫ দফা দাবি আদায়ের লক্ষে তৃতীয় দিনের মত  চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ধর্মঘট কর্মসুচি পালন করেছে শিক্ষার্থী ও ডিপ্লোমা চিকিৎসকরা।
বৃহস্পতিবার সকালে ৫ দফা দাবি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটে মিলিত হয়। এতে ক্লাস বর্জন করে চাঁপাইনবাবগঞ্জের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ডিপ্লোমা চিকিৎকরা অংশ নেয়। সকাল ১০ থেকে ১২ পর্যন্ত ঘন্টাব্যাপি অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ৫ দফা দাবি বাস্তবায়ন ইন্টানী কমিটি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৫ দফা দাবি বাস্তবায়ন ছাত্র কমিটি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসকুর রহমান ও অর্থসম্পাদক তন্দ্রিমা পাল।
বক্তারা ইন্টার্নি চিকিৎসদের চাকরী নিশ্চয়তাসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব  প্রতিবেদক/ ১৯-০৫-১৬