ইউনিয়ন পরিষদ নির্বাচন > শিবগঞ্জে ১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৮টি ঝুঁকিপূর্ণ

আগামী ৭ মে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৪৬টি কেন্দ্রের মধ্যে ৯৮টি ঝুঁকিপূর্ণ রয়েছে।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার কায়সার রহমান জানান, আসন্ন ইউপি নির্বাচনের ১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো হলো- শাহবাজপুর ইউনিয়নে ১৩টি কেন্দ্রের মধ্যে ৮টি। দাইপুখুরিয়ার ৯টির কেন্দ্রের মধ্যে ৭টি, মোবারকপুরে ৯টির মধ্যে ৭টি। চককীর্ত্তির ১১টির মধ্যে ৭টি, শ্যামপুরের ৯টি কেন্দ্রের মধ্যে সবকটি। বিনোদপুরে ১০টির মধ্যে ৭টি। দূলর্ভপুরে ১৫টির মধ্যে ৮টি। মনাকষায় ১২টির মধ্যে ৮টি। উজিরপুরে ৯টির মধ্যে ২টি। পাঁকায় ৯টির মধ্যে ৫টি। ঘোড়াপাখিয়ায় ৯টির মধ্যে ৫টি। ধাইনগরে ১১টির মধ্যে ৭টি। নয়ালাভাঙ্গায় ১১টির মধ্যে ১১টি। ছত্রাজিতপুরে ৯টির মধ্যে ৭টি ঝুকিপূর্ণ রয়েছে। ওসি আরও জানান, ঝুকিপূর্ণ এলাকাগুলোকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে স্টাইকিং ফোর্স হিসেবে ম্যাজিস্ট্রেটের নির্দেশে র‌্যাব-বিজিবি টহলে থাকবে। তাই শিবগঞ্জে সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ন ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৫-০৫-১৬

,