পূষ্টি চাহিদা পূরণে ফলের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে ফলের মাধ্যমে পূষ্টি চাহিদা পূরণে লক্ষে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার হর্টিকালচার সেন্টারে  সকাল দশটা থেকে দিনব্যাপী ৩০ জন প্রশিক্ষণার্থীকে পারিবারিক পূষ্টি উন্নয়নে ফলের ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ প্রদান করেন সেন্টারের উপপরিচালক ড.সাইফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. সামস ই তাবরিজ, হর্টিকালচার সেন্টারের উদ্যান প্রশিক্ষন কর্মকর্তা জহুরুল ইনলাম ও  সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহীন সালেহউদ্দিন। বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পূষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে পূষ্টি চাহিদা পূরণে আমের ভূমিকা   নিয়ে বিশদ আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৫-১৬