নাচোলে জ্বালানির ব্যবহার ও পরিবেশের উন্নয়ন শীর্ষক জনসংলাপ অনুষ্ঠিত



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বে-সরকারী গবেষণা উন্নয়ন সংস্থা ‘বারসিক’র উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহার ও বরেন্দ্র অঞ্চলের পরিবেশিক উন্নয়ন শীর্ষক জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়াপাড়া গ্রামে কৃষক কৃষানীদের নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে “জনসংলাপ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্র্তৃপক্ষ(বিএমডি)’র সহকারী প্রকৌশলী শাহ এম মনজুরুল ইসলাম। এসময় নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহার ও বরেন্দ্র অঞ্চলের জন মানুষের কথা মাঠ পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন বারসিক বরেন্দ্রঅঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম, নবনিযুক্ত নেজামপুর ইউপির ওয়ার্ড সদস্য তাজউদ্দিন ফটিক, টুম্পা রাণী  ও তানোর উপজেলার জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বারসিক নাচোল অফিসের সমন্বয়কারী অমিত কুমার সরকার।
অনুষ্ঠানে এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৬-০৫-১৬

,