দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে পাঠানপাড়ার জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৫-১৬ এর রোববারের খেলায় জয় পেয়েছে পাঠানপাড়া যুব কল্যাণ সমিতি। তারা ৬৯ রানে রিলাক্স ইউনাইটেড কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পাঠানপাড়া যুব কল্যাণ সমিতি ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে মনির ২৪, পলক ১৭ রান করে। রিলাক্স ইউনাইটেডের বোলার রমজান ৪ ওভার ১৮রান ৪ টি, তনু ৪ ওভার ১৮ রানে ২ টি উইকেট লাভ করে।
১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রিলাক্স ইউনাইটেড ১৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তনু ১২, আবু ৯ রান করে। পাঠানপাড়া যুব কল্যাণ সমিতি বোলার মুনির ২ ওভার ০১ রানে ২ টি, রাব্বি ৪ ওভার ০৫ রানে ২ টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০৫-১৬
১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রিলাক্স ইউনাইটেড ১৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তনু ১২, আবু ৯ রান করে। পাঠানপাড়া যুব কল্যাণ সমিতি বোলার মুনির ২ ওভার ০১ রানে ২ টি, রাব্বি ৪ ওভার ০৫ রানে ২ টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০৫-১৬