শিবগঞ্জ তেলকুপি সীমান্তে ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস.এম আবুল এহসান জানান, রোববার দুপুর বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপি’র টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালায় শিবগঞ্জ উপজেলার হাদিনগর গ্রামে। এ সময় গ্রামের একটি বাঁশ ঝাড়ের মধ্যে লুকানো ফেন্সিডিলগুলি উদ্ধার করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এ ব্যাপারে মাদক অধিদপ্তরে মামলা দায়ের প্রক্রিয়াধীন ও আটককৃত মাদকদ্রব্য পরবর্তীতে নিয়মানুযায়ী ধ্বংস করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৫-১৬
চাঁপাইনবাবগঞ্জ ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস.এম আবুল এহসান জানান, রোববার দুপুর বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপি’র টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালায় শিবগঞ্জ উপজেলার হাদিনগর গ্রামে। এ সময় গ্রামের একটি বাঁশ ঝাড়ের মধ্যে লুকানো ফেন্সিডিলগুলি উদ্ধার করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এ ব্যাপারে মাদক অধিদপ্তরে মামলা দায়ের প্রক্রিয়াধীন ও আটককৃত মাদকদ্রব্য পরবর্তীতে নিয়মানুযায়ী ধ্বংস করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৫-১৬