নাচোলে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গোলাবাড়ী ও গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনের মাঝামাঝি কাজলা এলাকায় রেল লাইনের ধার থেকে শুক্রবার বিকেলে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জিআরপি পুলিশ ওই লাশ উদ্ধার করে।
জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল চারটার দিকে একটি বগিবিহীন রেল ইজ্ঞিন কাজলা এলাকা অতিক্রমের পর স্থানীয় লোকজন ১৭/১৮ বছর বয়সি এক তরুনীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দীন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জিআরপি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে আমনুরা জিআরপি পুলিশ ফাঁড়ির সদস্যরা রাত আটটায় মরদেহটি উদ্ধার করে।
আমনুরা জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফারুক হোসেন ও সহকারী উপপরিদর্শক আনোয়ারুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তরুনী আত্মহত্যা করেছে নাকি দূর্ঘটনার শিকার তা নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৭-০৫-১৬
জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল চারটার দিকে একটি বগিবিহীন রেল ইজ্ঞিন কাজলা এলাকা অতিক্রমের পর স্থানীয় লোকজন ১৭/১৮ বছর বয়সি এক তরুনীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দীন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জিআরপি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে আমনুরা জিআরপি পুলিশ ফাঁড়ির সদস্যরা রাত আটটায় মরদেহটি উদ্ধার করে।
আমনুরা জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফারুক হোসেন ও সহকারী উপপরিদর্শক আনোয়ারুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তরুনী আত্মহত্যা করেছে নাকি দূর্ঘটনার শিকার তা নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৭-০৫-১৬