ফেন্সিডিল-বিদেশী মদসহ দু’জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিবরামপুর গ্রাম থেকে র‌্যাব ১৯৫ বোতল ফেন্সিডিল, ১৬ বোতল বিদেশী মদসহ দু’জনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে, নাচোল উপজেলার শমসের আলী মাস্টারের ছেলে কাওসার আলী (৩৩) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে সাজেমান আলী (৭০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবরামপুর গ্রামের একটি বাশ বাগানে অভিযান চালায়।

এসময় কাওসার ও সাজেমানকে ১৯৫ বোতল ফেন্সিডিল, ১৬ বোতল বিদেশী মদ
ও একটি মোটর সাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।
এব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৫-১৬