দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে বাঙ্গাবাড়ীর জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৫-১৬ এর বুধবারের খেলায় জয় পেয়েছে বাঙ্গাবাড়ী ফুটবল দল। তারা ০৮ রানে নাচোল ক্রিকেট ক্লাব কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে বাঙ্গাবাড়ী ফুটবল দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে কাজল ২০, সুজন ১২  রান করে। নাচোল ক্রিকেট ক্লাবের বোলার   আল-আমিন ৪ ওভার ৭ রান ৫ টি, পিন্টু ৪ ওভার ১৮ রানে ১ টি উইকেট লাভ করে।
৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নাচোল ক্রিকেট ক্লাব ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান করতে সক্ষম হয়।  দলের পক্ষে আল-আমিন ২৪, শিশির ১৩ রান করে। বাঙ্গবাড়ী ফুটবল দলের বোলার মাসুদ ২.৫ ওভার ১৫ রানে ৩ টি, আজিজুল ৪ ওভার ১৩ রানে ২ টি উইকেট লাভ করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১১-০৫-১৬