গোমস্তাপুরে মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

‘প্রসব পরবর্তী পরিবার পকিল্পনা পদ্ধতি গ্রহন নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আলমগীর কবীর, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুন নেসা বাবলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শেখ মোহাম্মদ আদম, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান, উপজেলা পরিসংখ্যান গোলাম ইয়াজদানী, সাংবাদিক আতিকুল ইসলাম আযম, নুরমোহাম্মদসহ অন্যরা।
সভায় পরিবার-পরিকল্পনা , মা ও শিশুর স্বাস্থ্য সেবা ও ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রচার সপ্তাহ উদ্যাপন সফল করতে বিভিন্ন কর্মসূচীর আলোকপাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১১-০৫-১৬

,