হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে খাদ্য সচেতনার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহীদ সাটু হল মোড়স্থ বঙ্গবন্ধু মঞ্চে সাধারণ মানুষকে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে খাদ্য সচেতনার লক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে খাদ্য তালিকার বিষয়গুলো তুলে ধরেন স্থানীয় শিল্পীরা। এসময় উপস্থিত সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক শাহনারা বেগম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার বেগম (ডলি), মেডিক্যাল অফিসার ডা. সফিকুল ইসলামসহ স্বাস্থ্য বিষয়ক কর্মীরা। এছাড়া বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কেও একই অনুষ্ঠান হয়েছে সন্ধ্যায়। এদিকে, বুধবার আধুনিক সদর হাসপাতাল চত্বরে সাধারণ মানুষকে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে খাদ্য সচেতনার লক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে খাদ্য তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৫-১৬