বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব নার্সেস দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব নার্সেস দিবস পালন করেছে সকল শ্রেণীর নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
 বৃহস্পতিবার সকালে নার্সিং ইন্সটিটিউট চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নার্সিং ইন্সটিটিউটে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মতিয়ারা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের জেলা পাবলিক হেলথ নার্স শীষ মোহাম্মদ ও শিক্ষার্থীরা। এর আগে নার্সিং পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও বিশ্ব নার্সেস দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৫-১৬