ইউজিপ-৩ > চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৩৪টি রাস্তার দরপত্র আহবান হওয়ায় আনন্দ র্যালী
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে পৌর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে শহরের নারী-পুরুষসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রায় অংশ নেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাইদুর রহমান, প্যানেল মেয়র মতিউর রহমান, মোসলেমা মুসি, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, পৌর সচিব মামুনুর রশিদ, শোভাযাত্রা কমিটির আহব্বায়ক ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমানসহ অনান্য কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এসময় উপস্থিত ছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোভাযাত্রা শেষে পৌর ভবন চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে জানানো হয়, সরকার, এডিবি এবং ওএফআইডি এর আর্থিক সহায়তায় আরবান গর্ভামেন্ট ইনফ্রান্টাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-৩ (ইউজিপ-৩) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ ৩৪টি রাস্তা, ৩ কিলোমিটার দীর্ঘ ১০টি ড্রেন নির্মান কাজ বাস্তবায়নের জন্য ১ম পর্যায়ে ১৫ কোটি টাকা বরাদ্দ এবং দরপত্র আহবান করা হয়েছে। আগামী ১ বছরের মধ্যে কাজগুলো বাস্তবায়ন করা হবে।
এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আব্দুল ওদুদকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৪-১৬