ইউপি নির্বাচন > চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন প্রত্যাহর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বুধবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন বিষয়টি নিশ্চিৎ করেছেন।
নাচোল ইউনিয়নের স্বতন্ত্র ( বিএনপি বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এছাড়া সাধারণ আসনে ৩টি ইউনিয়নে মোট ১১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন ২নং ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডের বলরাম বর্মন ও নুরুল ইসলাম এবং ৮নং ওয়ার্ডের আয়েশ উদ্দিন। ৩ নং নাচোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরুন নবী, ৯নং ওয়ার্ডের শফিকুল ইসলাম গোলাপ এবং ৪নং নেজামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবুল ইসলাম, ৬নং ওয়ার্ডের লুৎফর রহমান ও বাবুলাল টপ্পো। আজ বৃহসপ্রতিবার প্রার্থীদের প্রতিক বরাদ্ধ এবং আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৪-১৬

,