রাত পোহালেই সদর ও নাচোলের ১৬ ইউনিয়নে ভোট > ১৫৭ কেন্দ্রের ৯৬টিই ঝুাঁকিপূর্ণ
রাত পোহলেই (শনিবার) চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে শুক্রবার সকালেই নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হয়েছে। এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার ১৫৭টি কেন্দ্রের মধ্যে ৯৬ টিই হচ্ছে অতিগুরুত্বপুর্ণ (ঝুঁকিপুর্ণ)। এসব কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জ সদরের ৬টি ও নাচোলের একটি ইউনিয়নে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ‘বাড়তি নজরদারী’।
শনিবারের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে সদরের ১৩ ইউনিয়নের ১২১ টি কেন্দ্রের ভোট গ্রহণ সামগ্রী প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়। একই সময় নাচোল উপজেলার ৩ ইউনিয়নের ৩৮ টি কেন্দ্রের সামগ্রীও হস্তান্তর করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার কেন্দ্রে কেন্দ্রে ২০ জন করে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এরমধ্যে পুলিশ ও আনসার মিলিয়ে ৭ জন করে অস্ত্রসহ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবেন ৩ প্লাটুন বিজিবি সদস্য ও র্যাবের ৩ টি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকাবে আলাদা ভ্রাম্যমাণ টিম।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণের জন্য, ৬জন রিটার্নিং অফিসার, ১২১ জন প্রিজাইডিং, ৬৫২জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৩০৪ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। শনিবার ১২১টি ২ লাখ ৩০ হাজার ৩৪২ জন ভোটার। যারমধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪৬ জন নারী এবং ১ লাখ ১৬ হাজার ১৯৬ জন পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নির্ধারিত হবে নতুন চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য। নির্বাচন অফিস জানায়, ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৬২ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।
ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, সুন্দরপুর ইউনিয়নে হারিবুর রহমান- নৌকা, আমানুল্লাহ বাবু - আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ), হযরত আলী - চশমা ( বিদ্রোহী আওয়ামী লীগ), রফিকুল ইসলাম - অটো রিক্সা, ইখতিয়ার উদ্দীন শাহিন - মটর স্ইাকেল (জামায়াত নেতা)। নারায়ণপুর ইউনিয়নে এ্যাড. আলমগীর কবীর - নৌকা, কামাল উদ্দীন হোদা - ঘোড়া ( বিদ্রোহী আওয়ামী লীগ), সেলিম রেজা - আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ), শরিয়তুল্লাহ - চশমা। রানীহাটি ইউনিয়নে মোহাসিন আলী - নৌকা, রহমত আলী - ধানের শীষ, দুরুল হোদা - ঘোড়া ( বিদ্রোহী আওয়ামী লীগ), হাবিবুর রহমান - মটর সাইকেল (জামায়াত নেতা)। মহারাজপুর ইউনিয়নে নজরুল ইসলাম সোনা - লাঙ্গল, এজাবুল হক বুলি - নৌকা, জোনাব আলী - মটর সাইকেল (বিএনপি নেতা), মোহাম্মদ সালাম - আনারস। বারঘরিয়া ইউনিয়নে হারুন-অর-রশিদ - নৌকা, প্রদীপ কুমার পাল - মটর সাইকেল (বিদ্রোহী আওয়ামী লীগ) আবুল খায়ের - ঘোড়া (জামায়াত নেতা), আসলাম উদ্দীন - আনারস (বিদ্রোহী আওয়ামী লীগ)। শাহজাহানপুর ইউনিয়নে আব্দুস সালাম - নৌকা, আব্দুল মালেক - ধানের শীষ, মোসা. ফাতেমা - মটর সাইকেল, আব্দুর রশিদ - আনারস, সাবের আলী - চশমা। ইসলামপুর ইউনিয়নে জসিম উদ্দীন - নৌকা, মোহরুল হক - ধানের শীষ, আক্তারুজ্জামান - মটর সাইকেল ( বিদ্রোহী আওয়ামী লীগ)। দেবীনগর ইউনিয়নে হাফিজুর রহমান - নৌকা, আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ - ধানের শীষ, আব্দুর রাজ্জাক বিশ্বাস - আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ), আব্দুল জাব্বার - মটর সাইকেল। বালিয়াডাঙ্গা ইউনিয়নে তরিকুল ইসলাম- নৌকা, আবু হেনা মো. আতাউল ইসলাম - ধানের শীষ, একরামুল হক - মটর সাইকেল। গোবরাতলা ইউনিয়নে আসজাদুর রহমান মান্নু মিয়া - নৌকা, রবিউল ইসলাম - ধানের শীষ, সাদেকুল ইসলাম - মটর সাইকেল, সৈয়দ শাহজামাল - আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ)। চরবাগডাঙ্গা ইউনিয়নে ওমর আলী - নৌকা, আমিনুল ইসলাম - ধানের শীষ, রফিকুল ইসলাম বুলবুল - চশমা, কামরুল হোদা - মশাল, শহীদ রানা টিপু - মটর সাইকেল ( বিদ্রোহী আওয়ামী লীগ), সাহারুল আলম ঝালু - আনারস। চরঅনুপনগর ইউনিয়নে সাদেকুল ইসলাম বাচ্চু - নৌকা, জহিরুল হক বিশ্বাস বুলু - ধানের শীষ, এস আব্দুল বাদি বাদশা ¬- আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ), তাজেমুল হক - মটর সাইকেল। ঝিলিম ইউনিয়নে গোলাম লুৎফুল হাসান টুটল - নৌকা, তসিকুল ইসলাম তসি Ñ ধানের শীষ, সাইফুল ইসলাম - আনারস, শিরিন আক্তার - মটর সাইকেল ।
নাচোল উপজেলার ৩ ইউনিয়নে ৩৮টি কেন্দ্রে মোট ভোটার ৬৬ হাজার ৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। এই ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, নাচোল ইউনিয়নে আব্দুস সালাম - নৌকা, আমিনুল ইসলাম - ধানের শীষ, মোহাম্মদ ইনায়েতুল্লাহ – আনারস ( জামায়াত নেতা)। ফতেপুর ইউনিয়নে ইসরাইল - নৌকা, সাদির আহম্মেদ - ধানের শীষ, আবুল হোসেন - ঘোড়া, খাইরুল ইসলাম - চশমা (বিদ্রোহী আওয়ামী লীগ), জাহাঙ্গীর আলম - আনারস,
মনিরুল ইসলাম - মটর সাইকেল। নেজামপুর ইউনিয়নে নজরুল ইসলাম - নৌকা, আব্দুল আওয়াল - ধানের শীষ, নিতাই চন্দ্র বর্মণ - অটো রিক্সা ( বিদ্রোহী আওয়ামী লীগ), আমিনুল হক - মটর সাইকেল, আবুল কাশেম – মশাল। কসবা ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞায় নির্বাচন স্থগিত আছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৪-১৬
শনিবারের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে সদরের ১৩ ইউনিয়নের ১২১ টি কেন্দ্রের ভোট গ্রহণ সামগ্রী প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়। একই সময় নাচোল উপজেলার ৩ ইউনিয়নের ৩৮ টি কেন্দ্রের সামগ্রীও হস্তান্তর করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার কেন্দ্রে কেন্দ্রে ২০ জন করে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এরমধ্যে পুলিশ ও আনসার মিলিয়ে ৭ জন করে অস্ত্রসহ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবেন ৩ প্লাটুন বিজিবি সদস্য ও র্যাবের ৩ টি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকাবে আলাদা ভ্রাম্যমাণ টিম।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণের জন্য, ৬জন রিটার্নিং অফিসার, ১২১ জন প্রিজাইডিং, ৬৫২জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৩০৪ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। শনিবার ১২১টি ২ লাখ ৩০ হাজার ৩৪২ জন ভোটার। যারমধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪৬ জন নারী এবং ১ লাখ ১৬ হাজার ১৯৬ জন পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নির্ধারিত হবে নতুন চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য। নির্বাচন অফিস জানায়, ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৬২ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।
ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, সুন্দরপুর ইউনিয়নে হারিবুর রহমান- নৌকা, আমানুল্লাহ বাবু - আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ), হযরত আলী - চশমা ( বিদ্রোহী আওয়ামী লীগ), রফিকুল ইসলাম - অটো রিক্সা, ইখতিয়ার উদ্দীন শাহিন - মটর স্ইাকেল (জামায়াত নেতা)। নারায়ণপুর ইউনিয়নে এ্যাড. আলমগীর কবীর - নৌকা, কামাল উদ্দীন হোদা - ঘোড়া ( বিদ্রোহী আওয়ামী লীগ), সেলিম রেজা - আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ), শরিয়তুল্লাহ - চশমা। রানীহাটি ইউনিয়নে মোহাসিন আলী - নৌকা, রহমত আলী - ধানের শীষ, দুরুল হোদা - ঘোড়া ( বিদ্রোহী আওয়ামী লীগ), হাবিবুর রহমান - মটর সাইকেল (জামায়াত নেতা)। মহারাজপুর ইউনিয়নে নজরুল ইসলাম সোনা - লাঙ্গল, এজাবুল হক বুলি - নৌকা, জোনাব আলী - মটর সাইকেল (বিএনপি নেতা), মোহাম্মদ সালাম - আনারস। বারঘরিয়া ইউনিয়নে হারুন-অর-রশিদ - নৌকা, প্রদীপ কুমার পাল - মটর সাইকেল (বিদ্রোহী আওয়ামী লীগ) আবুল খায়ের - ঘোড়া (জামায়াত নেতা), আসলাম উদ্দীন - আনারস (বিদ্রোহী আওয়ামী লীগ)। শাহজাহানপুর ইউনিয়নে আব্দুস সালাম - নৌকা, আব্দুল মালেক - ধানের শীষ, মোসা. ফাতেমা - মটর সাইকেল, আব্দুর রশিদ - আনারস, সাবের আলী - চশমা। ইসলামপুর ইউনিয়নে জসিম উদ্দীন - নৌকা, মোহরুল হক - ধানের শীষ, আক্তারুজ্জামান - মটর সাইকেল ( বিদ্রোহী আওয়ামী লীগ)। দেবীনগর ইউনিয়নে হাফিজুর রহমান - নৌকা, আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ - ধানের শীষ, আব্দুর রাজ্জাক বিশ্বাস - আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ), আব্দুল জাব্বার - মটর সাইকেল। বালিয়াডাঙ্গা ইউনিয়নে তরিকুল ইসলাম- নৌকা, আবু হেনা মো. আতাউল ইসলাম - ধানের শীষ, একরামুল হক - মটর সাইকেল। গোবরাতলা ইউনিয়নে আসজাদুর রহমান মান্নু মিয়া - নৌকা, রবিউল ইসলাম - ধানের শীষ, সাদেকুল ইসলাম - মটর সাইকেল, সৈয়দ শাহজামাল - আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ)। চরবাগডাঙ্গা ইউনিয়নে ওমর আলী - নৌকা, আমিনুল ইসলাম - ধানের শীষ, রফিকুল ইসলাম বুলবুল - চশমা, কামরুল হোদা - মশাল, শহীদ রানা টিপু - মটর সাইকেল ( বিদ্রোহী আওয়ামী লীগ), সাহারুল আলম ঝালু - আনারস। চরঅনুপনগর ইউনিয়নে সাদেকুল ইসলাম বাচ্চু - নৌকা, জহিরুল হক বিশ্বাস বুলু - ধানের শীষ, এস আব্দুল বাদি বাদশা ¬- আনারস ( বিদ্রোহী আওয়ামী লীগ), তাজেমুল হক - মটর সাইকেল। ঝিলিম ইউনিয়নে গোলাম লুৎফুল হাসান টুটল - নৌকা, তসিকুল ইসলাম তসি Ñ ধানের শীষ, সাইফুল ইসলাম - আনারস, শিরিন আক্তার - মটর সাইকেল ।
নাচোল উপজেলার ৩ ইউনিয়নে ৩৮টি কেন্দ্রে মোট ভোটার ৬৬ হাজার ৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। এই ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, নাচোল ইউনিয়নে আব্দুস সালাম - নৌকা, আমিনুল ইসলাম - ধানের শীষ, মোহাম্মদ ইনায়েতুল্লাহ – আনারস ( জামায়াত নেতা)। ফতেপুর ইউনিয়নে ইসরাইল - নৌকা, সাদির আহম্মেদ - ধানের শীষ, আবুল হোসেন - ঘোড়া, খাইরুল ইসলাম - চশমা (বিদ্রোহী আওয়ামী লীগ), জাহাঙ্গীর আলম - আনারস,
মনিরুল ইসলাম - মটর সাইকেল। নেজামপুর ইউনিয়নে নজরুল ইসলাম - নৌকা, আব্দুল আওয়াল - ধানের শীষ, নিতাই চন্দ্র বর্মণ - অটো রিক্সা ( বিদ্রোহী আওয়ামী লীগ), আমিনুল হক - মটর সাইকেল, আবুল কাশেম – মশাল। কসবা ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞায় নির্বাচন স্থগিত আছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৪-১৬