সংসদ সদস্য গোলাম রাব্বানী”র ছোট মেয়ে পৃথু বৃত্তি লাভ
২০১৫ সালের পিএসসি পরীক্ষায় পুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সানজিদা আফরোজ পৃথু গোল্ডেণ বৃত্তি অর্জন করেছে।
পৃথু ভালো ভাবে লেখা পড়া করে চিকিৎসক হয়ে এলাকার গরীব দুঃখী ও মেহনতি মানুষের সেবা করতে চান।
সানজিদা আফরোজ পৃথু সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী”র ছোট মেয়ে।
পৃথু তার এ সাফল্যের জন্য স্কুল শিক্ষক, আব্বু, আম্মু, ও শিশির ভাইয়ার অবদান সবচেয়ে বেশী বলে জানান। সে সকলের দোয়া প্রার্থী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৪-১৬
পৃথু ভালো ভাবে লেখা পড়া করে চিকিৎসক হয়ে এলাকার গরীব দুঃখী ও মেহনতি মানুষের সেবা করতে চান।
সানজিদা আফরোজ পৃথু সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী”র ছোট মেয়ে।
পৃথু তার এ সাফল্যের জন্য স্কুল শিক্ষক, আব্বু, আম্মু, ও শিশির ভাইয়ার অবদান সবচেয়ে বেশী বলে জানান। সে সকলের দোয়া প্রার্থী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৪-১৬