সদর ও নাচোলে চলছে ভোট গ্রহণ >নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ১৩টি ও নাচোল উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শনিবার অনুষ্ঠিত হচ্ছে। জেলার ১৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নারী-পুরুষ ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাচোল উপজেলায় ৩টি ইউনিয়নে মোট কেন্দ্র সংখ্যা ৩৮টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৬ট্রি। সকালে ভোট গ্রহণের সময় মহিলাদের উপস্থিতি ছিল বেশী। নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র‌্যাব স্ট্র্যাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। সদর উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজার ৩’শ ৪২ জন ও নাচোল উপজেলায় ৬৬ হাজার ৩৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মেয়াদ পূর্ণ না হওয়ায় এবং সীমানা নির্ধারণ সংক্রান্ত আদালতের নিষেধাজ্ঞা থাকায় নাচোল উপজেলার কসবা ইউপি নির্বাচন স্থগিত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৪-১৬

,