ইউপি নির্বাচন >বরেন্দ্রভূমি নাচোলে ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রাঞ্চল নাচোল উপজেলায় ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩য় দফা ইউপি নির্বাচনে চেয়ারম্যান,ওর্য়াড সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর নির্বাচনী আমেজ বাড়ছে প্রতিদিনই। গত ৭ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন ৩ ইউপি’র ১৪ চেয়ারম্যান, ১১৯ ওর্য়াড সদস্য ও ৩৪ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। এরপরই চলছে তীব্র গরমের মধ্যেও নানামূখী প্রচারনা। একই দিনই নির্বাচন হবে পাশের সদর উপজেলার ১৩ ইউনিয়নে। নাচোলের ২নং ফতেপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। এরা হলেন আ’লীগের ইসরাইল (নৌকা), বিএনপির সাদির আহম্মেদ ভুলু (ধানের শীষ), স্বতন্ত্র-জামায়াত মনিরুল ইসলাম (মটর সাইকেল), খাইরুল ইসলাম বিদ্রোহী আ’লীগ (চশমা), জাহাঙ্গীর আলম (আনারস), আবুল হোসেন (ঘোড়া)। এ ইউপিতে ওর্য়াড সদস্য পদে ৩৮ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১২জন প্রার্থী রয়েছেন। ৩ নং নাচোল সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হচ্ছেন আ’লীগের আব্দুস সালাম (নৌকা), বিএনপি’র আমিনুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র-জামায়াত ইনায়েতুল্লাহ (আনারস) । এখানে ওর্য়াড সদস্য পদে ৪৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দীতা করছেন। ৪ নং নেজামপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন হচ্ছেন আ’লীগের নজরুল ইসলাম (নৌকা), বিএনপির আব্দুল আওয়াল (ধানের শীষ),জাসদের আবুল কাশেম (মশাল), স্বতন্ত্র-জামায়াত আমিনুল হক (মটর সাইকেল), নিতাই চন্দ্র র্বমন বিদ্রোহী আ’লীগ (অটোরিক্্রা) । এখানে সাধারন ওর্য়াড সদস্য পদে ৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন লড়ছেন। উল্লেখ্য উপজেলার ৪ইিউনিয়নের মধ্যে ১নং কসবা ইউপি’র সীমানা জটিলতা নিয়ে হাইকোটের্র ৩মাসের স্থতগিতাদেশ থাকায় নির্বাচন বন্ধ রয়েছে। দলীয় ও স্থানীয় সুত্র মতে, আদিবাসী ও সংখ্যালঘু ভোটার অধ্যুষিত আ’লীগের শক্ত ঘাঁটি নাচোলে এই নির্বাচনে ২ ইউনিয়নেই রয়েছেন বিদ্রোহী আ’লীগ প্রার্থীরা। কিন্তু বিএনপি কোন বিদ্রোহী প্রার্থী নেই । আর ৩ ইউনিয়নেই স্বতন্ত্র আড়ালে রয়েছে জামায়াত সমর্থিত প্রার্থী। এছাড়া কোন ইউনিয়নেই জামায়াত-বিএনপি আঁতাতের কোন লক্ষণ এখনও (মঙ্গলবার ১২ এপ্রিল) প্রকাশ পায়নি। এ ক্ষেত্রে তৃনমূল নেতা-কর্মী ও সমর্থকদের ক্ষোভ বিপদের কারন হতে পারে ৩ ইউনিয়নেরই আ’লীগ প্রার্থীদের জন্য। আর লাভ হতে পারে বিএনপি-জামায়াতের। তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২৩ এপ্রিল পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৬