শিশু মৃত্যু হ্রাসে প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিশু মৃত্যু হ্রাসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের চিকিৎসক এবং কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর বারটায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষনে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা.আব্দুর রাজ্জাক মিয়া ও সিভিল সার্জন ডা. প্রধান আবুল কালাম আজাদ। এ সময় জেলার উর্ধতন চিকিৎসা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ ও কয়েকটি বিদেশী সাহায্য সংস্থার আয়োজনে ব্যাচভিত্তিক ও পর্যায়ক্রমিক দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন স্বাস্থ্য সদর দপ্তরের সহকারী পরিচালক ও প্রশিক্ষণের মনিটর ডা. মনসুরুল ইসলাম। প্রশিক্ষণে নবজাতক,শিশু ও মা’র জীবন রক্ষা,মৃত্যু হার হ্রাস ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৬