মুজিবনগর দিবসের আলোচনা সভা > বঙ্গবন্ধু’র সমকক্ষ হওয়ার চেষ্টা জাতি ব্যর্থ করেছে


ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ একেএম মুনজুর রেজা, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা মুক্তিয়োদ্ধা কমান্ডার সিরাজুল হক, জেলা তথ্য কর্মকর্তা ওয়হিদুজ্জামান, পিপি জবদুল হক প্রমুখ। র‌্যালি শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনায়, মহান মুক্তিযুদ্ধকালীন ১৭ এপ্রিল মেহেরপুরের আম বাগানে গঠিত মুজিবনগর সরকারের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।
এদিকে, রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, স্বাধীন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করা হয়েছে। ইতিহাসের অনেক গুরুত্বপুর্ণ বিষয় ইতিহাস থেকে মুঝে ফেলা দেয়ার অপতৎপরতা চালানো হয়েছে এবং চালানো হচ্ছে। এই বাংলাদেশে কেউ কেউ বঙ্গবন্ধু’র সমকক্ষ হওয়ার চেষ্টাও করেছে। কিন্তু ইতিহাস এবং জাতি সেই চেষ্টা ব্যর্থ করেছে।
সভায় বক্তারা বলেন, বাঙ্গালি জাতিতে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিতে এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে মুজিবনগর সরকার সীমাহীন ভুমিকা পালন করে। বক্তারা, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের রাজনৈতিক প্রজ্ঞার ভুয়সী প্রসংশা করেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান আকন্দ্। সভায় আলোচনা করেন, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম বার, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজা, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনিম উদ দৌলা চৌধূরী, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ।
পরে মুজিবনগর দিবস উপলক্ষে আযোজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য উপজেলাতেও বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজুর রহমান কনক, ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহমদ প্রমূখ।
সভায় বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করেন।
নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
ভোলাহাট
ভোলাহা উপজেলা প্রশসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষপট তুলে ধরা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৬