শিক্ষা আইন সংশোধনের দাবীতে বই বিক্রেতাদের স্মারকলিপি প্রদান

প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর ৭টি উপধারা সংশোধনের দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন পুস্তক বিক্রেতারা। চাঁপাইনবাবগঞ্জে জেলাব্যাপী বইয়ের দোকান বন্ধ রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সোমবার সকালে এই কর্মসূচী পালন করে।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সকল বই এর দোকান। দাবী আদায়ে স্মারকলিপি প্রদানের জন্য জেলার পুস্তক বিক্রেতারা শহরের পুরাতন বাজারে সমিতি কার্যালয়ে সকাল ১০টায় সমবেত হন। এরপর তারা মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে এসে বেলা ১১টায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি জয়নুল ইসলাম, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি মোসলেউদ্দিন (নাচোল), দুরুল হোদা (শিবগঞ্জ), আব্দুস সালাম, সেলিম পারভেজ  (গোমস্তাপুর) প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৪-১৬