শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা

‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থপর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা তথ্য কর্মকর্তা মো.ওয়াহিদুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. আব্দুস সালাম।
কর্মশালায় শিশু ও নারী উন্নয়নে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টির দূষ্ট চক্র, শিশুদের মায়ের বুকের দুধপানের গুরুত্ব, শিশুদের বেড়ে ওঠা, ভেজাল মূক্ত খাবার,বাল্য বিবাহ, সামাজিক অপরাধ ও মাদকের কূফল, জঙ্গীবাদ ইত্যাদি বিষয়ে আলোচনায় অংশ নেন জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, উন্নয়ন ও সাংবাদিক ২৫ জন নারী ও পুরুষ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৪-১৬