তনু হত্যার প্রতিবাদে উদীচী’র মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের আহব্বায়ক নঈমুল বারী, সদস্য সচিব গোলাম ফারুক, সমাজকর্মী মিজানুর রহমান, রফিক হাসান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা নাহিদুল হক, কামালউদ্দীন, উদীচী’র আমিরুল মোমেনিন, প্রভাষক গোলাম মওলা, কামরুজ্জামান রানু প্রমূখ।
বক্তারা বলেন, তনু’র প্রথম ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠেছে। ধর্ষক ও খুনীদের এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা। ধর্ষক ও খুনীদের অবিলম্বে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৪-১৬