বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’১৬ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অটিষ্টিক শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি উযযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ‘অটিজম লক্ষ্য ২০৩০: ¯œায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান’-প্রতিপাদ্যে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ, ডা. আব্দুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুর রহমানসহ জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্নস্তরের কর্মী ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি এবং প্রতিবন্ধী শিশুরা।
অনুষ্ঠানের শেষপর্বে অটিষ্টিক শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে শনিবার মেডিকেল মোড়স্থ এফআর লিটিল এ্যাঞ্জেল ও প্রতিবন্ধি একাডেমিতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল হক, মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় ২ তারিখ হতে ৭ এপ্রিল পর্যন্ত কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে দায়িত্বশীল ব্যক্তিগণ জানান। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৬