এলজিএসপি-২ বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা

সেকেন্ড লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে-২এর আওতায় জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক  জাহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক তৌফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাকসুদা বেগম সিদ্দীকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক রামকৃষ্ণ বর্মন, এলজিএসপি-২ এর জেলা সহায়ক আশরাফুল ইসলাম, পায়াকট বাংলাদেশের ওয়ার্কসপ কো-অর্ডিনেটর হেলাল উদ্দিনসহ অন্যরা। স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এবং পায়াকট বাংলাদেশ এর সহযোগিতায় কর্মশালায় সাংবাদিক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য ও সুশীল সমাজের  প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 কর্মশালায় এলজিএসপি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের বিভিন্ন বিষয়ের প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৪-১৬