ইউনিয়ন নির্বাচন > গোমস্তাপুরে ৬টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রাথী জয়ী

উৎসবমুখর পরিবেশে দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। একটিতে বিজয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী। আর অন্য একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা।  গোমস্তাপুর উপজেলা নির্বাচনী সেল থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
গোমস্তাপুর ইউনিয়নে আওয়ামী লীগের জামালউদ্দীন মন্ডল নৌকা প্রতিক নিয়ে ১২ হাজার ২৯৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি বিএনপি’র সৈয়দ আনোয়ার হোসেন ধানের শীষ নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩৭৭ ভোট।
বাঙ্গাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সাদেরুল ইসলাম নৌকা প্রতিক নিয়ে ৬ হাজার ৯৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি বিএনপি’র শহিদুল ইসলাম ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট।
রাধানগর ইউনিয়নে আওয়ামী লীগের মামুনুর রশিদ নৌকা নিয়ে ১০ হাজার ৮৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩০৩ ভোট।
পার্বতীপুর ইউনিয়নে আওয়ামী লীগের লিয়াকত আলী খান নৌকা নিয়ে ৭ হাজার ৯৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েনে। তার কাছের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৬৮ ভোট।
রহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের শাহজাহান আনসারী নৌকা নিয়ে ৫ হাজার ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান সোহরাব আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৬৪ ভোট।
বোয়ালিয়া ইউনিয়নে বিএনপি’র জিয়াউর রহমান আকবর ধানের শীষ প্রতিক নিয়ে ৭ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী সফিকুল ইসলাম আনারস নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৯ ভোট। এখানে আওয়ামী লীগের জিল্লুর রহমান নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৩১ ভোট।
চৌডালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা শাহ আলম অটো রিক্সা প্রতিক নিয়ে ৭ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আনসারুল হক নৌকা নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৯০ ভোট। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম কিবরিয়া আনারস নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৯১ ভোট।
আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগের তরিকুল ইসলাম নৌকা নিয়ে ৩ হাজার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি বিএনপি’র ই¯্রাফিল হক ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৪৮ ভোট।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০১-০৪-১৬

,