তনু হত্যার বিচার দাবীতে ভারসাটাইল সোসাইটি মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকান্ডের বিচার দাবীতে বিক্ষোভ অব্যহত রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সামাজিক সংগঠন ভারসাটাইল সোসাইটি ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানব্বন্ধনে বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি জামাল বাচ্চু, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা জাসদের সেক্রেটারী মনিরুজ্জামান মনির, নাগরিক উন্নয়ন কমিটির আ্যাড.আবু হাসিব, শাহ নেয়ামতুল্লাহ কলেজের স্কাউট লীডার আবুল হাসান, হেলালুদ্দিন নাসিম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার (ইউএনডিপি) হেলথ এন্ড নিউট্রিশন প্রোমোটার মমতাজ মহল, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল রানা, নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আবদুল্লাহ আল মাসুম, জাসদ ছাত্র নেতা আব্দুল মজিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের ২য় বর্ষ হিসাববিজ্ঞানের ছাত্র তসিকুল রেজা, ব্যবস্থাপনা বিভাগের আসিফ ইয়াসির প্রমূখ। মানববন্ধনে সোসাইটির সদস্য,সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দ্রুত তনু হত্যার বিচার দাবি করেন।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৩-১৬