গোমস্তাপুর ও ভোলাহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমি সেবা সপ্তাহের উপলক্ষে শনিবার র‌্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর। বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইয়াসমিন, কানুনগো হাবিবুর রহমান,ব্যবসায়ী আব্দুল জাব্বার, নজরুল ইসলাম প্রমূখ। সভায় ভূমি অফিসগুলোতে জনগণের হয়রানী বন্ধে প্রশাসনের গৃহীত পদক্ষেপ সম্পর্কে ধারনা প্রদান করা হয়।
এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা সপ্তাহ/১৬ উপলক্ষ্যে শনিবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সকালে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী  উপজেলা পরিষদ চত্বর হতে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষে হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নিবর্অহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বিআরডি চেয়ারম্যান ও জেলা আলীগ সহ সভাপতি আব্দুল খালেক, গোহালবাড়ী মাদরাসার অধ্যক্ষ মনিরুল ইসলাম, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তারি খাতুনসহ বিভিন্ন স্তরের ভূমি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, হৃদয়ে ভৈালাহাট পত্রিকার বিভাগীয় সম্পাদক গোলাম কবির, সার্ভেয়ার এরফান আলী, প্রভাষক বিপ্লব, বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৬

, ,