শিবগঞ্জের শিশু শামিউলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সহায়তা করুন

পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য্য দেখছিল চার বছরের শিশু শামিউল ইসলাম। প্রায় এক বছর আগে রাতে ঘুমানোর পর সকালে উঠে আর সে পৃথিবীর প্রাকৃতি সৌন্দর্য্য দেখতে পায়নি। শিশু শামিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের হতদরিদ্র শুকচাদের ছেলে। শামিউল এর বাবা জানায়, গত এক বছর আগে তার ছেলে রাতে ঘুমায়। পর সকালে ঘুম থেকে জেগে আর চোখে দেখতে পায়নি। ছেলে চোখের চিকিৎসা নিতে দেশের বিভিন্ন হাসপাতালে গিয়েও অদ্যবধী ফলপ্রসূ হয়নি। তিনি আরো জানায়, আমি অতি দরিদ্র, দিনমুজুরির কাজ করে সংসার চালায়। আর এর মধ্যে ছেলে চোখের চিকিৎসা। গত এক বছর ধরে রাজশাহী-ঢাকা গিয়েছি ছেলে চোখের চিকিৎসার জন্য। কিন্তু ডাক্তাররা বলছেন দেশের বাইরে নিয়ে যেতে হবে। চিকিৎসকরা বলছেন ভারতের মাদ্রাজ বা চেইনাই নিয়ে গিয়ে ছেলের চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে। কিন্তু গত এক বছরের ছেলে চিকিৎসার জন্য প্রায় এক লাখ টাকা খরচ করে ফেলেছি। আমি এখন অসহায় ও নিরুপায়। ছেলের চোখের চিকিৎসার জন্য আমার কাছে কোন টাকা নেই। তাই আমি সকলের প্রতি অনুরোধ করছি আমার ছেলে চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে আমাকে সাহায্য করুন। আমাকে সাহায্য পাঠানো ঠিকানা বা সাহায্য একাউন্ট নম্বর-২২৩০২, ইসলামী ব্যাংক শিবগঞ্জ শাখা, চাঁপাইনবাবগঞ্জ। অথবা সরাসরি-০১৭৭০-৭৮৩৬৪৮ এই নম্বরে যোগাযোগ করে সাহায্য পাঠাতে পারেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৩-১৬

,