রোববার থেকে শুরু হবে সোনামসজিদ বন্দরে পাথর আমদানী

টানা ৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আবারো পাথর আমদানী শুরু হচ্ছে।
রোববার সকাল থেকেই সেফটির ওজনে পাথর রপ্তানী করবে মহদিপুর এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের রপ্তানী কারকেরা। আমদানীকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসন কল্পে শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত সোনামসজিদ জিরো পয়েন্টে মহদিপুর এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোষ, নিখিল চন্দ্র ঘোষ, সমির চন্দ্র ঘোষসহ ১০-১২ জন পাথর রপ্তানী কারক সোনামসজিদ স্থল বন্দর আমদানী রপ্তানী গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেবসহ পাথর আমদানী কারকদের সাথে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ উভয় দেশের আমদানী রপ্তানী বৈঠককে মধ্যস্থা করেন। সমঝোতা বৈঠকের পর সিদ্ধান্ত হয় ভারতীয় রপ্তানীকারকেরা রোববার সকাল থেকে সেফটির ওজনে পাথর রপ্তানী করবে বাংলাদেশের আমদানী কারকদের কাছে। আগামী সোমবার চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ নেতৃত্বে কয়েক জন আমদানী কারক মালদা শিল্প ও বনিক সমিতির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অপরদিকে মালদা শিল্প ও বনিক সমিতির সভাপতিসহ কয়েক জন রপ্তানী কারক চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বনিক সমিতির অফিসে আলোচনায় হবে বলে আমদানী রপ্তানী গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব জানান। রোববার সকাল থেকে সোনামসজিদ বন্দরে আমদানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে। সোনামসজিদ স্থল বন্দরে গত শনিবার থেকে টানা ৭ দিন বন্ধ থাকার পর আবারো পাথর আমদানি চালু হতে যাচ্ছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-০৩-১৬

,