ভোলাহাটে বিএমডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মানসম্মত ধান ও গমবীজ উৎপাদন এবং কম পানি গ্রহণকারী ফসল চাষাবাদের উপর রোববার বিএমডিএ’র দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনাতনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলি হারুণ আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিএমডিএ’র চেয়ারম্যান ডা. আকরাম হোসেন চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন, উন্নত বীজ উৎপাদন প্রকল্প পরিচালক এ.টি.এম রফিকুল ইসলাম, গম গবেষণা কেন্দ্র রাজশাহীর বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ ইলিয়াস হোসেন ও ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলাহাট বিএমডিএ’র সহকারী প্রকৌশলি শ্রী নিশি কান্ত ও সিনিয়ার উপ-সহকারী প্রকৌশলি আব্দুল ময়েন।
উপজেলার বিভিন্ন অঞ্চরের মোট ২৫জন কৃষককে দিনব্যাপী মানসম্মত ধান ও গমবীজ উৎপাদন এবং কম পানি ব্যবহারে ফসল উৎপাদনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ১৩-০৩-১৬

,