রানীহাটিতে ৮ পিস্তল, ১৪০ রাউন্ডগুলিসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকা থেকে র‌্যাব রোববার বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আলাউদ্দীন (৫০) নামের একজনকে আটক করেছে। আটক আলাউদ্দীন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের সলিমুদ্দীন মন্ডলের ছেলে। র‌্যাবের দাবি, আলাউদ্দীন চাঁপাইনবাবগঞ্জের সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানী চক্রের সক্রিয় সদস্য।
র‌্যাব-৫ এর অধিনায়ক মাহাবুব আলম জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আসা অস্ত্রের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সকাল সোয়া ৮টার দিকে রানীহাটি এলাকায় অভিযান চালায়। এসময় বাইসাইকেলযোগে অস্ত্রের চালান নিয়ে যাওয়ার পথে আলাউদ্দীনকে ৮টি বিদেশী পিস্তল, ১৬ টি ম্যাগাজিন ও ১৪০ রাউন্ডসহ হাতেনাতে আটক করা হয়।
 
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ অস্ত্র চোরাচালানের অন্যতম রুট। আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। গতবছর ৬০ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব। এ বছরও উদ্ধার হচ্ছে। তৎপরতার অংশ হিসেবেই আলাউদ্দীন আটক হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে।
র‌্যাব জানায়, আটক আলাউদ্দীন এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী।
আটক আলাউদ্দীনকে শিবগঞ্জ থানায় সোপার্দ করে এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ও নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৩-১৬

,