প্যানেল মেয়র চুড়ান্ত > সোমবার দায়িত্ব নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন পরিষদ

গেল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণের পর অবশেষে দায়িত্ব নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন পরিষদ। এর মাধ্যমে নানা জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, আগামী ১৪ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে নতুন পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি থাকবেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পৌরসভার কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি তরিকুল ইসলাম।
এদিকে পৌরসভা সূত্র জানিয়েছে, নির্বাচন শেষে কারাগারে থাকা নবনির্বাচিত মেয়র জামায়াত নেতা নজরুল ইসলাম উচ্চ আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি নিয়ে শপথ গ্রহণ করেন। একাধিক মামলার আসামী হিসেবে তিনি কারাগারে থাকায় দায়িত্ব গ্রহণ করতে পারেননি। সর্বশেষ প্যানেল মেয়র হিসেবে তিনি কাউন্সিলর নির্ধারিত হন। এরমধ্যে এক নম্বর প্যানেল মেয়র হয়েছেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান, দুই নম্বর প্যানেল মেয়র হয়েছেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া ও তিন নম্বর প্যানেল মেয়র হয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসলেমা বেগম মুসি।
সূত্র জানায়, পুরাতন পরিষদ এদের কাছেই দায়িত্ব হস্তান্তর করবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১০-০৩-১৬