একটি খেজুরের গাছ --------------প্রফেসর সুলতানা রাজিয়া

নারী তুমি যেন এটকা খেজুরের গাছ
তোমাকে ফালা ফালা করে ছিলে
তেমার শরীরের শেষ রক্তকনা
চুষে খাবে সমাজ,সংসার
আর তোমার সন্তান।
ধর্ম
তোমাকে বলছে,সহ্য করো।
সমাজ তোমাকে বলছে ধৈর্য্য ধরো,
টিকে থাকতে চাইলে নত হও
নারী তুমি নত হতে শেখ।
নত হ’তে হ’তে আভ’মি শায়িত
নারী তুমি স্বামী –সন্তানকে আকাশ ছুঁতে দাও।
আজ তারা তোমার শরীরে দাঁড়িয়ে
আকাশের দিকে হাত বাড়িয়ে
আর তুমি ছটপট করছো
একটু বাতাস আর এক ফোঁটা জলের জন্য।
তারপরেও তুমি শুনছ,সহ্য করো ধৈর্য্য ধরো,
তুমি অবশ্যই এর প্রতিদান পাবে।
পাবে হয়তো কোনোদিন-তবে তুমি তা জানবেনা।
চারদিন ধরে কাঙ্গাল খাবে
যেমন কাঙ্গাল ছিলে একটু ভালবাসার জন্য
সারাজীবন স্বামী,সংসার, সন্তান আগলে
পরকালে প্রতিদান পাবে সত্তরটি সতীন
নারী সত্যি,ভাগ্য বটে তোমার।