চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ৫ কিলোমিটার পানি সরবরাহ লাইনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর বৃহস্পতিবার পানি সরবরাহ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে পানি সরবরাহ লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আব্দুল ওদুদ বলেন, ‘পৌরসভার সার্বিক উন্নয়নে আমরা কাজ শুরু করেছি। আগামী ৩ বছরের মধ্যে পৌর এলাকায় একটিও কাচা রাস্তা থাকবে না’। ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী  সাদেকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ,  ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  আফজাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, ১২ নম্বর ওয়ার্ড  কাউন্সিলর  ইব্রাহিম হোসেন, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর আনোরা বেগম পলি ও সাকেরা বেগম।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৪১ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকায় ৫ কিলোমিটার পানি সরবরাহ লাইন  স্থাপন করা হচ্ছে। যার মধ্যে রয়েছে দিবানিশি ক্লিনিকের পাশের গলি হতে শহিদুলের বাড়ি পর্যন্ত ২৪৪ মিটার, নামোরাজরামপুর মালোপাড়া মোড় হতে নামোপাড়া মসজিদ পর্যন্ত ১০৭ মিটার, নিমগাছী চাইপাড়া তপনের বাড়ী হতে  রাইহানের বাড়ি পর্যন্ত ১৫২ মিটার, রামকৃষ্টপুর মাঝপাড়া আলমগীরের বাড়ী ও বালিপাড়া পর্যন্ত ১৫২ মিটার, পিটিআই মাষ্টার পাড়া থেকে পেট্রোল পাম্পের পার্শে পর্যন্ত ১৮৩ মিটার, মসজিদপাড়া সুমেনের বাড়ী হইতে নাসিমের বাড়ী পর্যন্ত ৮২ মিটার, আজাইপুর মহাজন পাড়া মেইন রাস্তাহতে ডালিমের বাড়ী পর্যন্ত ৪৬ মিটার, আলীনগর হাই স্কুল হতে বাবলু ঠিকাদারের বাড়ী পর্যন্ত ১০৭ মিটার, বিদিরপুর মিলকি এলাকায় ১৫২ মিটার, শিয়ালা মোড় হতে কলোনীর মোড় পর্যন্ত ৮৪৭ মিটার, নামোরাজরামপুর ম্যালকার পাড়া হতে বারী হেডমাস্টারের বাড়ী পর্যন্ত ১০৭ মিটার, বেলেপুকুর শামসুল হোদা সুটু উকিলের বাড়ী হতে আজিজুল হকের বাড়ী পর্যন্ত ৮৪ মিটার, রেহাইচর মোড় হতে রেহাইচর বালিকা বিদ্যলিয় পর্যন্ত ৩৩৬ মিটার। অন্যদিকে টিকরামপুর মোহনপুর আদর্শ মোড় হতে চরমহোনপুর মধ্যপাড়ার রুহুল আমিন রাসেল ঠিকাদারের বাড়ী পর্যন্ত ১৭০০ মিটার ও সরদারপাড়া হইতে দক্ষিন চরাগ্রাম সমজিদ পর্যন্ত ৭০১ মিটার।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৩-১৬