আমনুরার ধিনগর এলাকা থেকে ১ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল থেকে একতার আলী (৩০) নামের এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। একতার আলী জেলার শিবগঞ্জ উপজেলার তেররশিয়া গ্রামের হরফ আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে ফলের ব্যবসা করতেন। তিনি গত কয়েকদিন যাবৎ নিখোঁজ ছিলেন।
সদর মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় ধিনগরের একটি ধানক্ষেতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার গোটা শরীরে আলকাতরা মাখানো ছিল এবং মরদেহটি প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তিনি মারা গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৩-১৬