পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়ের টাকা বিতরণ

পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসুচী-২ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নারী কর্মীদের সঞ্চয়ের অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভুইয়া, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী আনম ওহেদুজ্জামান শাওন। অনুষ্ঠানে গ্রামীন দুঃস্থ কর্মক্ষম নারীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ববধানে পরিচালিত প্রকল্পের প্রথম পর্যায়ে সদর উপজেলার ১৪ ইউনিয়নের ১৪০ জন নারী কর্মীর মাঝে ৫২ লাখ ৪২ হাজার ৩১৭ টাকার চেক বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৩-১৬