ইউপি নির্বাচন মনাকষা > বিএনপি’র একক হলে আওয়ামী লীগের অর্ধডজন প্রার্থী মাঠে

ইউপি নির্বাচনের ৪র্থ ধাপে তফসিল ঘোষণার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষাতে  নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। এই নির্বাচনে স্থানীয়ভাবে বিএনপি’র প্রার্থী একক হিসেবে নির্ধারিত হলেও ক্ষমতাশীন আওয়ামীলীগের প্রায় অর্ধডজন প্রার্থী মাঠে রয়েছেন। এনিয়ে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা পড়েছেন দ্বিধাদ্বন্দে।
আগামী ৭ মে মনাকষা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিএনপির একক প্রার্থী হিসাবে বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন বিএনপি’র নেতাকর্মী নিয়ে মাঠে প্রচারনা চালিয়ে যাচেছন। তিনি ৩০ মার্চ বুধবার দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র উত্তোলনও করেছেন। ইতিমধ্যে বিএনপির  একাধিক প্রার্থী হালকা গণসংযোগ  ও শো-ডাউন করলেও বর্তমানে সাড়শব্দ নেই। সাড়া শব্দ নেই জামায়াতেরও। তবে শোনা যাচ্ছে জামায়াত বিএনপিকে ছাড় দিয়েছে।
এদিকে স্বাধীনতার পূর্ব থেকেই মনাকষাতে আওয়ামী লীগের শক্ত অবস্থান। দীর্ঘ ৩০/৩৫ বছর ধরেই আওয়ামী লীগের মধ্যে লবিং-গ্রুপিং অব্যাহত আছে। যার জের সারা উপজেলাতে বিরাজ করে আসছে। এ নির্বাচনেও তার ব্যতিক্রম ঘটছে না। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা শাহাদাৎ হোসেন খুররমকে  ইউনিয়ন আওয়ামীলীগে উদ্যোগে গত ২১মার্চ সাহাপাড়া স্মরণী স্কুল মাঠে বর্ধিত সভার মাধ্যমে একক প্রার্থী হিসাবে ঘোষনাকরলেও অন্যান্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা এ সিন্ধান্ত বয়কট করেছেন এবং  এ বর্ধিতসভার সিদ্ধান্তে বিরদ্ধে কেন্দীয় কমিটির কাছে আবেদন করেছেন। এর বাইরে ৫জন প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচেছন এবং প্রতিজনই বলছেন নৌকা প্রতীক পাবেন। এরা হচেছন ব্যবসায়ী আলহাজ কাজিমূল হক কাজিম, ব্যবসায়ী নাজমুল হক উজ্জল, আদিনা ফজলুল হক সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফাইজুদ্দিন আহমেদ, থানা যুবলীগের সহসভাপতি জাকির উদ্দিন মিতু ও কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন। ইতিমধ্যে আলহাজ কাজিমূল হক মনোনয়ন পত্র উত্তোলন করেছেন এবং বৃহস্পতিবার অন্যান্যরা মনোনয়ন পত্র উত্তোলন করবেন বলে জানা গেছে।
উলে¬খ্য যে বিভিন্ন এলাকায় সরজমিনে জানা গেছে, আওয়ামী লীগের মধ্যে সমঝোতা না হলে মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত থাকলেও চেয়ারম্যান পদটি হারাতে পারে। গত নির্বাচনে আওয়ামী লীগের গ্রুপিং কাজে লেগেছিল বিএনপি নেতার। চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা কামাল উদ্দীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০৩-১৬

,